আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি নির্দেশ মানলো না ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন

নিজস্ব সংবাদদাতা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গৃহবন্দি থাকা ১৫শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ওরফে বাঘ নাজিম। তবে সরকারি নিয়মের বাইরে গিয়ে বিপুল সংখ্যক জনসমাগম ঘটিয়েছেন তিনি। যেখানে সবাইকে বলা হয়েছে তিন ফুট দুরত্ব বজায় রাখতে সেখানে গাদাগাদি করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে এ জনপ্রতিনিধি। সচেতন মহলের মতে, ভোটের চিন্তা করেই এমন করেছেন জেলা কৃষক লীগের এ সভাপতি। তবে বিষয়টি অস্বীকার করে নাজিম উদ্দিন জানান, যেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সেখানে সরকারি নির্দেশনা মেনেই দেয়া হয়েছে। সকলেই নিরাপদ দূরুত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ করেছেন। গতকাল নাজিম উদ্দিদের বাস ভবনের সামনে সরেজমিনে দেখা গেছে, পুরো বাড়িতে শতশত লোক একসাথে জমাট বেধে দাঁড়িয়ে আছে। গাদাগাদি করে সকলে ত্রাণ সামগ্রী নিচ্ছে। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে জারি করা হয়েছে অলিখিত লকডাউন। সকলকে বলা হয়েছে ঘরে থাকতে সেই সাথে বিনা প্রয়োজনে বের না হতে। সেই নির্দেশের কোন তোয়াক্কা না নাজিম উদ্দিনের নিজ বাড়ির সামনে বিপুল সংখ্যক জনসমাগম ঘটিয়েছেন তিনি। তার এমন ভুলের কারণে বড় ধরনের দূর্ঘনটার আশঙ্কা করেছেন সচেতন মহল। তাদের মতে, জনপ্রতিনিধারাই যদি কাজে কর্মে অজ্ঞতার পরিচয় দেন সেই দেশের সাধারণ মানুষের আর কি করার থাকে। সবকিছু বন্ধ করে দেয়ায় মানুষের ঘরে অভাব অনটনের সৃষ্টি হয়েছে। বিষয়টি তার মাথায় রেখে ত্রাণ বিতরণ করা উচিৎ ছিলো।

স্পন্সরেড আর্টিকেলঃ