আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি দল না হইলে শুধু তোলারামের ছাত্রদের দিয়াই হইয়া যাইতো : শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যেখানে জানানোর দরকার জানাচ্ছি। যেখানে বলার দরকার বলছি। প্রবলেমটা হইছে সরকারি দল। সরকারি দল না হইলে এতো বড় বড় সিনিয়র নেতা দরকার ছিল না। শুধু তোলারাম কলেজের ছাত্রদের দিয়াই হইয়া যাইতো।’

তিনি বলেন,  ‘আমি আমাকে নিয়ে আলোচনা করছি না। কারো ক্ষমতা থাকলে, মারতে পারলে মাইরা দেন। কিন্তু বিনা অপরাধে নেতাকর্মীদের গায়ে হাত দিবেন আর আমরা লেবেনচুষ চুষবো, এটা তো ঠিক না।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান  বলেন, একটা গভীর ষড়যন্ত্র সারা দেশে হচ্ছে। নারায়ণগঞ্জও তার চেয়ে বিচ্ছিন্ন না। ওই ষড়যন্ত্রের সঙ্গে স্থানীয় ষড়যন্ত্র যোগ হয়েছে। এর পেছনে টাকাও রয়েছে। মোটা অংকের টাকা হয়তো এসেছে নারায়ণগঞ্জে। ১৬ জুন কেন মরি নাই। হয়তো সেই ষড়যন্ত্রকারীরাই এ কাজটি করছে। আমাকে হত্যার জন্য ২০ জনকে হত্যা করা হলো। কিন্তু সফল হলো না। এখন কারা কি করছে আমি সব খবরই পাচ্ছি। একটু আগেই পাচ্ছি। কোন হোটেলে মিটিং হচ্ছে, কোথায় ষড়যন্ত্র হচ্ছে সব জানি। সব বললে অনেকে চেহারা দেখাতে পারবেন না। কারা জামায়াতের সঙ্গে কথা বলছেন আলোচনা করছেন সবই জানি। বঙ্গবন্ধুর আত্মজীবনীতে বার বার নারায়ণগঞ্জ লেখা আছে। এ নারায়ণগঞ্জ নিয়ে খেলতে দেওয়া হবে না। ষড়যন্ত্র মোকাবেলায় যে ভাষায় জবাব দেওয়া দরকার সেই ভাষাতেই কড়া জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, সব কিছুর বক্তব্য দেওয়া হবে ৭ তারিখে (৭ সেপ্টেম্বর)। চাষাঢ়া শহীদ মিনার অথবা আশেপাশে সেখানেই সমাবেশটি হবে। যারা নারায়ণগঞ্জকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধেই এ সমাবেশ হবে যাতে তাদের বুক থর থর কাঁপে। সে সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটাতে হবে। এ সমাবেশ দেখে শেখ হাসিনা যেন গর্ববোধ করতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিমউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

 

 

সর্বশেষ সংবাদ