আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি খাতের সমান গুরুত্ব দেয়া হচ্ছে বেসরকারি খাতকে : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,  বেসরকারি খাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের সমান গুরুত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে ।

বুধবার ( ৯ অক্টোবর) নরসিংদীর পলাশ থানার জনতা জুট মিলস পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বন্ধ থাকা  সরকারি জুট মিলস গুলো পিপিপি মাধ্যমে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) চালু করা হচ্ছে। এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে।

মন্ত্রী আরো বলেন, পাটের হারানো গৌরব ফিরে আসছে। সারা বিশ্বে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমাদেরও জনগণের  চাহিদা অনুযায়ী পণ্য তৈরী করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ কারিদেরও আন্তরিক হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী -২ আসনের  এমপি আলহাজ্ব ডাক্তার আনোয়ারুল আশ্রাফ খান দীলিপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: বেলায়েত হোসেন, উপ সচিব পরিতোষ হাজরা,মন্ত্রীর এপিএস  এমদাদুল হক, পিএস মজনু,নরসিংদী  জেলা প্রশাসক ফারহানা কাওনাইন, জনতা জুট মিলস এর পরিচালনা পরিষদের সভাপতি মো: সাইদুজ্জামান, পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র শরিফুল হক শরিফ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব , দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খান।

সর্বশেষ সংবাদ