আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সমাজকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

সমাজকর্মীদের মাঝে

সমাজকর্মীদের মাঝে

নিজস্ব প্রতিবেদক: আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ে এবং সমাজকর্মে সক্রিয় থাকায় মানব কল্যাণ পরিষদ সমাজকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আইলপাড়া পাঠানটুলী এলাকায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক আয়শা আক্তার। সক্রিয় সদস্য বজ্রধ্বনি ডটকমের সম্পাদক শাহাদত হোসেন তৌহিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মামুনুর রশিদ, ৮নং ওয়ার্ড এনায়েতনগরের সমাজসেবক হাজী হারুন অর রশিদ, মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব মোঃ নিজাম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মোমেন ইসলাম, মোঃ শামীম, ইউসুফ আলী প্রধান, মশিউর রহমান, নিথর আক্তার, মাহফুজা আক্তার লাবণী, সাজিয়া আক্তার আঁখি, নূপুর আক্তার সহ অন্যান্যরা।

মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে সমাজের অসহায় নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নিরলসভাবে মানবতার সেবায় কাজ করতে হবে। একজন সক্রিয় সমাজকর্মী হিসেবে সামাজিক সচেতনতায় ভরপুর থাকতে হবে। সামাজিক কাজ করলে বাধা বিপত্তি থাকবেই। তাই বলে থেমে থাকা যাবেনা। আমাদের সকলকে সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে।