সংবাদচর্চা রিপোর্ট:
গতকাল জাতীয় শিশু কল্যাণ পরিষদে নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গাজী গ্রুপের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন ,সব জায়গায় রাজনীতি নয়।নারায়ণগঞ্জ জেলা সমিতি সবার। নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা সমিতির ৭ দিনের ইফতার কার্যক্রম জেলাবাসির আত্মার মিলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমিতি আগামী দিনে নারায়ণগঞ্জবাসির উন্নয়নে ভূমিকা রাখবে।এই সমিতির মাধ্যমে আমরা পরস্পর পাশাপাশি বসতে পারি। আমরা সমিতিকে নিয়ে রাজনীতি করব না। সমিতির উন্নয়নে সবাই কাজকে করতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে রূখে দাড়াতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, আব্দুল মতিন প্রধান, সৈয়দ শরীফ উদ্দিন কাদেরী,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী নীলা সহ জেলার শতাধিক সমিতির সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামা লীগের সভাপতি ও সমিতির অর্থ সম্পাদক এম.এ রশিদ, অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়।