আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সবার সমাধান হলেও ঝুলে আছে নাজিম!

সংবাদচর্চা রিপোর্ট:
ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয় গ্রেফতার করা হয় অনেকে। সর্বশেষ কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবু আট মামলার সব কটিতে জামিনে মুক্তি পেয়েছেন । গত বৃহস্পতিবার (২৩ মে) বিকেল চারটার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন। বাবু বিকেলে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলে তাকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত থেকে বরণ করে নেন।

পরে বাবুকে নিয়ে শামীম ওসমান চাষাড়া রাইফেল ক্লাবে চলে আসেন। এখানে ডিস বাবু কিছুক্ষণ অবস্থান করে বিকেল ৫ টার দিকে তার নিজ বাড়ি পাইকপাড়াতে চলে যান। খবর সংশ্লিষ্ট।

এর আগে জামিনে মুক্তি পায় জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী জয়নাল আবেদীন। তিনি চাঁদাবাজির মামলায় গ্রেফতার হন। গত (২৪ এপ্রিল) বুধবার রাতে এসএম মালেহ রোডে জয়নালের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুকের কাছে ২২ লাখ টাকা চাঁদাদাবীর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠালে আদালত জয়নাল আবেদীনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। পরে বেশ কিছুদিন পর আদালতের মাধ্যমে তিনিও জামিনে বের হন।

তবে সকল প্রভাবশালীদের সমস্যা সমাধান করার চেষ্টা চলছে ভেতরে ভেতরে। এছাড়া এসকল নেতাদের সমস্যা সমাধান করা হলেও অডিও ফাঁসের ঘটনা নাজিম উদ্দিনের কাল হয়ে দাড়িয়েছে। ঝুলে আছে নাজিম উদ্দিন এমনটাই জানা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কাছ থেকে।

গত (১৮ এপ্রিল) বৃহস্পতিবার ফতুল্লার ভূইগড়ের রূপায়ন টাউন এলাকায় চাঁদাদাবিকে কেন্দ্র করে নাজিম উদ্দিন বাহিনীর ক্যাডাররা হামলা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সালাম আজাদসহ তার পরিবারের উপর।

এসময় আরো আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ভূইগড় রূপায়ন টাউনের ফ্ল্যাট মালিক আবু সাঈদ পাটোয়ারী বাদী হয়ে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করা হয়। এছাড়া আশরাফ সিদ্দিকী ১১ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জনকে আসামী করেছেন ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া আশা সিদ্দিকী নামে আরেকজন বাসিন্দা আরও একটি মামলা দায়ের করেন। রূপায়ন টাউনে হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

নগরবাসী নাজিম উদ্দিনের বিচার চান। শামীম ওসমানের অন্য সকল কর্মীরা জেল খাটলেও নাজিম উদ্দিন কেন গ্রেফতার বা জেল খাটছে না সেই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে শহর জুড়ে। অনেকে বলছে যে এসপি হারুনের রাজ্যে নাজিম উদ্দিনের মত অপরাধীরা অধরা থাকবে তা হতে পারে না।