টি.আই.আরিফ:
রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এই দোয়া ও আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সবাই সতর্ক থাকবেন, একটি অশুভ শক্তি দেশের সম্পদ নষ্ট করছে। সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে। বিএনপি, জামায়াত জোট সরকার পতনের ষড়যন্ত্র করছে। আমরা মাঠে আছি। কোন অশুভ শক্তি ক্ষমতায় যেতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু সমাধানের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রক্ত বৃথা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনারা আওয়ামী লীগের সাথে থাকবেন। আমরা দলের নির্দেশ পালন করবো।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিনসহ অনেকে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি।