নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে কোন বিভেদ নেই। আমরা সকলে মিলে মিশে সম্মেলন করেছি।
গতকাল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০৮ সালে সম্মেলন হওয়ার কথা ছিলো তখন আমাদের মধ্যে বিভেদ থাকার কারণে সম্মেলন হয় নাই। আমরা হাল ছাড়ি নাই। চার দলীয় জোটের বিরুদ্ধে আন্দোলন করেছি। তার পর ওয়ান ইলেভেন আসলো অনেকে পালিয়ে গিয়েছিলো শেখ হাসিনা জেলে গেলো আমরা নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করেছিলাম।
গোলাম দস্তগীর গাজী বলেন, আমরা বলেছিলাম যদি সম্মেলন করতে হয় সবাইকে নিয়েই করব। সেই সম্মেলন হয়েছে এখন আমাদের মধ্যে কোন বিভেদ নেই। সম্মেলনে সবাই আছে। তিনি উপস্থিত আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলেন আমাদের মধ্যে যদি কারো বিভেদ থাকে তাহলে হাত তোলেন তখন কোন নেতাকর্মী হাত তোলেন নাই।
তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে আগে আমাদের মধ্যে বিভেদ ছিলো। বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে যে ইঙ্গিত দিলেন সব আগুন নিভে গেলো। সবাই নৌকার পক্ষে কাজ করলো।
গোলাম দস্তগীর গাজী বলেন, নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ পরিবেশে রূপগঞ্জে সম্মেলন হয়েছে। সারা দেশের মধ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সবচেয়ে বেশি শক্তিশালী।
মন্ত্রী বলেন,আন্দোলন করতে হলে সরকার পাশাপাশি দলের শক্তি থাকতে হয় । তাহলে নির্বাচনে জয়লাভ করা যায় । আমাদের মধ্যে সেই শক্তি আছে। আমরা নির্বাচনে বিজয়ী হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, যুগ্মসাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু,তারাব পৌর মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,সহ সভাপতি ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এড.মফিজ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক মানজেরী আলম টুটুল, আওয়ামী লীগ নেতা মান্নান মুন্সি,আজমত আলী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভিডিও দেখুন…