সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “জাতীয় সংবিধান দিবস” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। আমাদের বিজয় অর্জনের স্বল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান উপহার দেন, যা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। বিরোধী দল বহুবার ৭২ এর সংবিধান পরিবর্তন করেছেন। তারা গণতন্ত্রকে হত্যার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সুসংহত রেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি গণতন্ত্র বিশ^াস করতেন। সংবিধান ছাড়া কোন রাষ্ট্র চলতে পারে না। সবাইকে সংবিধান মানতে হবে। সংবিধান অনুযায়ী আমাদের দেশের সকল কাজ পরিচালনা হচ্ছে ,আগামীতেও হবে। আমাদের দেশ উন্নত বিশে^ চলে যাচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, চীফ জুডিমিযাল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন।
এছাড়া সংবিধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।