আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সফল পুলিশ সুপার হারুন অর রশীদ

সৈয়দ মো: রিফাত

দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জ শহরের জন্য মাদক আর সন্ত্রাসী কার্যকলাপের পরে ভয়াবহ সমস্যা ছিলো যানজট। তবে সেই যানজট পূর্বের চেয়ে অনেক কমে এসেছে। মানুষের চাপ আর মাত্রাতিরিক্ত গাড়ীর কারনেই যানজটের সৃষ্টি হতো এই শহরে।

তবে যানজটের আরও কিছু বড় কারণ রয়েছে, আর তা হলো রাস্তা দখল করে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাতে হকার সমস্যা। কিন্তু রাস্তা দখল করে অবৈধ স্ট্যান্ড কিংবা ফুটপাত দখল করে হকারদের রাজত্য এখন আর দেখা যায়না শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায়। কারণ ঈদানিং অবৈধ স্ট্যান্ড ও ফুটপাতে হকার না থাকার কারনে অন্যরকম এক নারায়ণগঞ্জে দেখা মিলেছে। এমনটাই মনে করেন নগরবাসী।

তাছাড়া অবৈধ স্ট্যান্ড ও ফুটপাতে হকার সমস্যা নিয়ে বর্তমানে পূর্বের চেয়ে আরও বেশী কঠোর অবস্থানে প্রশাসন। তবে এখনোও পুরো সমস্যা শেষ হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কারণ দিনে ফুটপাতে হকার না থাকলেও রাতে আবার জমজমাট হয় ফুটপাত। এছাড়াও রাইফেল ক্লাবের সামনে এখানো সিএনজি, লেগুনা ও টেম্পু স্ট্যান্ড রয়েছে বলে জানা যায়। আর তাই সফল পুলিশ সুপার হারুন অর রশিদের কাছে শহরের বাকী সমস্যাগুলোর সমাধান চায় নগরবাসী।

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে অনেক সমস্যার সমাধান করেছেন পুলিশ সুপার হারুন অর রশিদ। চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের হট্টগোল, শিক্ষার্থীদের ক্লাস ফাকি দিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা ও নির্দ্বিধায় ধুমপানসহ নানা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিলো শহীদদের স্বরণে তৈরী করা শহীদ মিনার। তবে পুলিশ সুপারের হস্তক্ষেপে এখন আর শহীদ মিনারে শিক্ষার্থীদের আড্ডা, ধুমপান ও কোন হট্টগোল দেখা যায়না। এরপর চাষাড়ায় সিএনজি স্ট্যান্ড উচ্ছেদসহ জনসাধারনের জন্য আরও বেশ কিছু কাজ করেছেন এসপি হারুন। শহরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এসপি হারুন অর রশিদকে অনেক সফল ব্যাক্তিত্ব বললেও তাদের আরও রয়েছে অনেক চাওয়া।

এখনোও ফুটপাতে হকার কিংবা অবৈধ স্ট্যান্ড পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি। কারণ চাষাড়ায় সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ হলেও রাইফেল ক্লাবরে পাশে অবস্থিত লেগুনা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড এখনও উচ্ছেদ করা সম্ভব হয়নি। যার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ এর লিংক রোডের শুরুতেই সড়কের অনেকটা জায়গা দখল হয়ে আছে চাদাঁবাজদের দখলে। যার ফলে ওই রাস্তায় ঢুকতেই যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ফুটপাতে হকার সমস্যাও পুরোপুরি সমাধান হয়নি। কারণ দিনের বেলায় ফুটপাত খালি থাকলেও রাতের বেলায় আবার যে যার মতোই দখল করে বসে পরে।

নগরবাসীর দাবী, বাকী যেসব সমস্যাগুলো শহড়ে রয়েছে তা অতি শীঘ্রই যেন সমাধান করেন পুলিশ সুপার। কারণ নারায়ণগঞ্জে ইতহাসে এখনোও পর্যন্ত এমনভাবে শহরের সমস্যাগুলোর সমাধান করতে পারে নাই। যেখানে হকার সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) মেয়র আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান রাস্তায় নেমেছিলো। কিন্তু সমস্যার সমাধান এখনো হয়নি।

এছাড়াও এর আগে অনেক পুলিশ সুপার জেলায় এসেছে। তারা কেউই এসব সমস্যার সমাধান দিতে পারেননি। কিন্তু বর্তমান জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ আশার পরপরই অ্যাকশনে নেমে গিয়েছেন। যার ফলে নগরীতে মানুষের মনে এক অন্যরকম স্বস্তি কাজ করছে।

এখন নগরীর দিকে তাকালে মনে হয় একটি শান্তির রাজ্যে। এভাবেই যাতে সবসময় শহড় ফাকা থাকে সেকারনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নগরবাসী।

নগরবাসী মনে করেন, এখনও পর্যন্ত সব সমস্যার সমাধান হয়নি। কেননা এখনও নগরীতে অবৈধ কিছু স্ট্যান্ড রয়েছে যার ফলে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

এই অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে পারলেই শহরের মূল কেন্দ্রে আর কোন সমস্যা থাকবে না। তথা সাধারণ মানুষের ভোগান্তিও অনেকটা কমে আসবে। আর ঠিক তাই এইসব অবৈধ স্ট্যান্ডগুলো অতি শীঘ্রই উচ্ছেদ করা দরকার।