আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের বেসরকারি কর্মচারীরা চাকুরী সরকারিকরণের দাবীতে মানববন্ধন করেছে।
শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে ২৬ জন তৃতীয় ও চুতুর্থ শ্রেণির বেসরকারী কর্মচারী এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বেসরকারি কর্মচারীদের ঐক্য পরিষদের আহবায়ক জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আমাদের যে আপ্পায়নের টাকা দেওয়া হয়। তা দিয়ে আমাদের সংসার চালানো কষ্ঠ যায়। তার উপর সন্তানদের শিক্ষা দেওয়া ও চিকিৎসা করা সম্ভব হয় না। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের চাকুরি সরকারিকরনের জন্য জোর দাবী জানাচ্ছি।