আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সনির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

ওয়াসউদ্দীন আহম্মেদ সনির ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সনির বন্ধুমহলের উদ্যোগে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ মার্চ) শীতলক্ষ্যা অটোরিক্সা গেরেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল বাদ ফজর কোরআন খতম, বাদ যোহর মিলাদ ও নেওয়াজ বিতরণ, মিলাদ ও দোয়ায় সনির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, তামাকপট্টি বায়তুল আমান জামে মসজিদের সভাপতি কমল হাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন হেপী, কাযকরী সদস্য মো: পন্ডিত হোসেন, মো: সেলিম, মো: দেলোয়ারসহ স্থানীয়রা।

মিলাদ পরিচালনা করেন তোলারাম বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও দক্ষিণ নলুয়া জামে মসজিদের ইমাম মোনাজাতে, সনির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়। অবশেষে শেষে নেওয়াজ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষণা করা হয়।