নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ন্যায়-নীতি ও অতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন মোঃ কামরুল ইসলাম। সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম সফল দায়িত্ব পালন শেষে হাসিমুখে বিদায় নিয়ে নারায়ণগঞ্জ ডিবিতে চলে গেছেন। । অপরদিকে সদর থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আসাদুজ্জামান। তিনি এর আগে জয়দেপুর থানায় দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩০জুলাই) দিবাগত রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন আসাদুজ্জামান এবং অত্র থানা থেকে বিদায় নেন সদর থানার সফল অফিসার ইনচার্জ খ্যাত মোঃ কামরুল ইসলাম পিপিএিম।
জামালপুর জেলায় জন্মগ্রহনকারী মোঃ কামরুল ইসলাম ১৯৯০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার পর ২০১৮ সালে রাষ্ট্রপদক (পিপিএম) এ ভূষিত হয়েছিলেন। তাছাড়া ময়মনসিংহ জেলার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ২৬বার শেষ্ঠ ওসির পদক লাভ করেছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ আসাদুজ্জামান যোগদানের পর সকলের নিকট দোয়া এবং অত্র থানায় সকল কার্যক্রমে তাকে সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, ওসি (অপারেশন) জয়নাল আবেদীন, সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) সামছুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।