সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে জরুরী ঔষধ ও মাস্ক বিতরন করেছে থানার অফিসার বৃন্দ। জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে এসকল পন্য পুলিশ সদস্যদের মাঝে বিতরন করা হয়।
সোমবার (৩০ মার্চ) সদর থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের নিরাপদে এবং নিজেকে সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এসময় তিনি তাদের মাঝে ঠান্ডা, জ্বর, কাশির ঔষধ বিতরন করেন এবং মাস্ক প্রদান করেন।
এসময় অন্যন্যদের ভেতর উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ইন্সপেক্টর আব্দুল হাই সহ অন্যান্য কর্মকর্তারা।