সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজার থানা পুলিশ শনিবার ২ জানুয়ারি সাতগ্রাম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন সখেরগাঁও এলাকার আকতার হোসেনের ছেলে মোঃ আওলাদ হোসেন (২২), একই এলাকার মৃত সুন্দর আলী বাদশার ছেলে মোঃ জাকারিয়া (২২)। এসময় আসামিদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামিদের নামে মামলা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে।