নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গতকাল ২০১৯ -২০ অর্থবছরের বাজেট অধিবেশন বক্তব্য দিয়েছেন। সংসদে সরকারি দলের পক্ষ জোড়ালো বক্তব্য রেখেছেন তিনি।তার বক্তব্য কে টেবিল চেপে সমর্থন করেছেন সংসদ সদস্যরা।
গোলাম দস্তগীর গাজী বক্তব্যের শুরুতে সংসদকে জানিয়েছেন পাটপাতা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বাজেট বাড়ানোর জন্য গোলাম দস্তগীর গাজী অর্থমন্ত্রী কে ধন্যবাদ জানান। নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পাওয়ায় গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান।
মন্ত্রী সংসদকে জানান, ২০১৯ -২০ অর্থবছরে ৫ টন পাতা পাতা রপ্তানি করে ৮০ থেকে ৯০ কোটি টাকা আয় করা হবে। তিনি বলেন, দেশে ৪২ টি সরকারি ভোকেশনাল স্কুল রয়েছে।
তিনি বলেন, পাট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ মাসে মতিঝিলে আরেকটি বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। বাংলাদেশের জাতীয় আয়ে ৫ শতাংশ পাট শিল্প থেকে আসে।
মন্ত্রী বলেন, পাটের মাধ্যমে পলিথিন ব্যাগ উৎপাদন শুরু হয়েছে। পাটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
তিনি মুক্তযোদ্ধাদের ভাতা বাড়ানোর জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান।
গোলাম দস্তগীর গাজী বিএনপি জামায়াতের দুশাসনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি জঙ্গীবাদে বিশ্বাসী। ওরা এদেশের গণতন্ত্র চায় না। উন্নয়ন চায় না।
এছাড়া গোলাম দস্তগীর গাজী প্রস্তাবিত বাজেটকে বাস্তবমুখী কর্মসংস্থান সৃষ্টির বাজেট বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেট বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের বাজেট। শেখ হাসিনা জীবত থাকাকালীন সময়ে বাংলাদেশ উন্নত বিশ্বে চলে যাবে।