সংবাদচর্চা রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ – ১ রূপগঞ্জ আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রোববার ৪ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশ শুরু হলে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে গোলাম দস্তগীর গাজী পেয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৪শ ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়া কেটলী প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট। তৃণমুল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার সোনালী পাটের আশ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৯০ ভোট। জাতীয় পাটির প্রার্থী সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১হাজার ৫শত ৬৫ ভোট। ঈগল প্রতীকে গাজী গোলাম মূর্তজা পেয়েছে ৩ শ ৯১ ভোট। আলমিরা প্রতীকে হাবিবুর রহমান পেয়েছে ১শ ৬৫ ভোট। শাহজাহান ভূইয়া, তৈমূর আলম তাদের নিজ ভোট কেন্দ্রে গাজীর কাছে পরাজিত হয়েছে। রূপগঞ্জে এবার ভোট পড়ে ৫৫.১৪%।