আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদচর্চায় সংবাদ প্রকাশের প্রতিবাদে ভিক্টোরিয়া হাসপাতালের নার্সদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট (ভিক্টোরিয়া) হাসপাতালে নার্সদের ব্যাগ তল্লাসীর ঘটনাকে কেন্দ্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো হাসপাতালজুড়ে। এ ঘটনাকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে ওই দুই সাংবাদিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন হাসপাতালটির নার্সেস এসোসিয়েশন।

হাসপাতালসূত্রে জানা গেছে, গত ০৫ মে (রবিবার) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লুৎফা বেগম চিকিৎসকের পরামর্শক্রমে বর্হিবিভাগের টিকিটের মাধ্যমে ফার্মেসি থেকে প্যারাসিটামল, এন্টাসিড, বিকমপেক্স ও খাবার স্যালাইন ঔষুধ নেয়। এ সকল ঔষুধ নিয়ে যাওয়ার সময় একজন ফটো সাংবাদিক ও দুই মহিলা সাংবাদিক নার্সকে কোন কিছু জিজ্ঞেস না করেই জোর পূর্বক ব্যাগ তল্লাসি করে ছবি তোলে এবং পরে ০৭মে ওই ঘটনাকে ‘ঔষুধ চুরি’ আখ্যা দিয়ে তাদের পত্রিকাতে বড় করে ছবিসহ সংবাদ প্রকাশ করে।

হাসাপাতাল কর্তৃপক্ষ আরও জানান, পরের দিন প্রকাশিত ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে নার্সদের মানববন্ধনের কথা ছিলো। কিন্তু মানবন্ধনের প্রস্তুতির সময় আবারও ওই দুই মহিলা সাংবাদিক এসে হাজির হয়। পরে নার্সেরা উত্তেজিত হয়ে ওই সাংবাদিকদের কাছে প্রকাশিত সংবাদের সত্যতা জানতে চান। এক পর্যায়ে নার্স এবং সাংবাদিকরা তর্কে জড়িয়ে পড়েন। এ অবস্থায় ওই সাংবাদিকদের হাসপাতালের ভিআইপি অফিসে বসতে দেয়া হয়। পরে হাসপালাতের আবাসিক অফিসার (আরএমও) ডা: মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা বলে অন্যান্য সাংবাদিকসহ তারাও চলে যান। কিন্তু বৃহস্পতিবার (০৯ মে) একই পত্রিকায় সংবাদ প্রকাশ করে ওই সাংবাদিকদের নাকি অবরুদ্ধ করে রাখা হয়েছিলো। প্রকাশিত এ সংবাদ সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ওই সংবাদ ও নার্সদের ব্যাগ তল্লাসীর প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন করেছেন।

নার্সদের দাবি মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন দৈনিক সংবাদচর্চার সাংবাদিক মনি আক্তার। তিনি জানান, নার্সদের ব্যাগ জোড়পূর্বক তল্লাসী করা হয় নাই। ওই নার্স ব্যাগ ভর্তি ঔষুধ নিয়ে লুকি রাখার চেষ্টা করলে আমরা ঔষুধের ব্যাপারে  নার্সের কাছে প্রশ্ন করি তখন নার্স উত্তেজিত হয়ে উঠেন কিছু সময় পড়ে নার্স বলেন ভাই আমার বড় বোনের ক্যান্সার তাই…..। এক পর্যায়ে অভিযুক্ত নার্স সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন।