আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে সংবাদচর্চার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সংবাদচর্চা রিপোর্ট:

তৃতীয় বছরে পা দিলো দৈনিক সংবাদচর্চা। এ উপলক্ষ্যে গতকাল (২৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরে চুনকা পাঠাগারে  উদযাপিত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সংবাদচর্চা যাত্রা শুরু করে ২০১৭ সালের ২৭ ডিসেম্বর।

প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক সংবাদচর্চা হয়ে উঠেছে গণমানুষের মুখপত্র। নারায়ণগঞ্জবাসীর অকুণ্ঠ সমর্থন, পাঠকদের আস্থা ও সীমাহীন ভালোবাসাই ছিল দৈনিক সংবাদচর্চার পথচলার শক্তি ও সাহস।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল  বিকালে প্রথমে সংবাদচর্চার পক্ষ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, নবীন-প্রবীন সাংবাদিককে সংবর্ধনা , আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান । পরে  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ( দলিল অবমূল্যায়ন শাখা, স্থানীয় সরকার শাখা )সারওয়ার মেহজাবিন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সভাপতি রণজিৎ মোদক , নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হায়দার, রূপগঞ্জ থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজমত আলী, ভুলতা কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, লাইভ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, নারায়ণগঞ্জ টু-ডে’র সম্পাদক সীমান্ত প্রধান, দৈনিক অগ্রবানীর সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী স্বপন, জিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম পারভেজ, শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলম, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, এশিয়া বিচিত্রা পত্রিকার সম্পাদক ইমরাই ভুঁইয়া, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান, সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, সাবেক প্যানেল চেয়ারম্যান মো. কামরুল হাসান মেম্বার, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হালিম খন্দকার, ব্যবসায়ী মোস্তফা কামাল, জাহাঙ্গীর আলম, ডিকেএমসি হাসপাতালের জি এম খায়রুল হোসেন, তারাব শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শামীম মাহবুব, নতুনধারা বাংলাদেশের সভাপতি মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি আবুল হাসনাত হাসু, তারাবো পৌর আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম পনির খান, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়, রুপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খাঁন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ