নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: আসাদুজ্জামান বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সংবাদচর্চা পত্রিকাকে যারা এতিমদের সম্মানে এই মহতী উদ্যোগ নিয়েছেন এবং আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদচর্চা পত্রিকা প্রতিদিনই আমি অফিসে পড়ে থাকি। যথেষ্ট ঝকঝকে প্রচ্ছদ এবং নিউজ। এর সাথে জড়িত সকল সাংবাদিকগণ যথেষ্ট আন্তরিক ও প্রকৃত তথ্য তুলে ধরেন সর্বদা। সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশার ধারক ও বাহকরা সকল সময় দলমতের উর্ধ্বে সত্য প্রকাশে অবিচল থাকবে সে প্রত্যাশা করছি।
এতিমদের সম্মানে আয়োজিত দৈনিক সংবাদচর্চা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ জুন) নারায়ণগঞ্জ ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড্যান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদল বলেন, আমরা যারা পেশাদার সাংবাদিক রয়েছি, আমরা যাতে আমাদের নিজস্ব ইমেজ ধরে রাখতে পারি। এই পেশার মাধ্যমে সাধারন মানুষ এর উপকারে নিয়োজিত থেকে সাংবাদিকতার মর্যাদা ধরে রাখতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে।
সম্পাদক ও প্রকাশক মুন্না খান বলেন, সবার আন্তরিক সহযোগিতায় আমাদের পথচলা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমÐিত করার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালেদ আল আমিন, পত্রিকার প্রধান প্রতিবেদক তপু সারোয়ার, এ্যানি চন্দ্র, জামান খান, সজল, তুহিন, শহীদ হোসেন প্রমুখ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি সভাপতি আবুল কালাম, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আলহাজ্ব খালিদ হাসান,রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল,ফতুল্লা আওয়ামীলীগ নেতা মুজিবুর ভ’ইয়া, গনসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক বিল্লাল হোসেন রবিন, দৈনিক জন্মভূমি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সমকালের জেলা প্রতিনিধি এম এ খান মিঠু,রুদ্রবার্তার সম্পাদক শাহআলম সহ সম্পাদক শাহ আলম তালুকদার,অপরাধ রিপোর্টের সম্পাদক দ্বিপু,শতকথার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক যুগের চিন্তার সহ-সম্পাদক মাকসুদ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক এনামুল সিদ্দিকী,প্রতিদিনের সংবাদ ্ও রুপগঞ্জ প্রতিনিধি আলআমিন মিন্টু, শরীয়তপুর জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আলমগীর, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা হুমায়ুন আহমেদ, নিতাইগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রশিদ চৌধুরী, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন সভাপতি শাহ মোঃ মাহিনুর সানি প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।