আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে রেলওয়ের সম্পত্তি নিয়ে সংঘর্ষে আহত-৭

সংঘর্ষে আহত

 

সংঘর্ষে আহত

বন্দর প্রতিনিধি:
বন্দরে রেলওয়ে সম্পত্তি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঘটনায় কমপক্ষে ৭ জন রক্তাক্ত জখম হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় বন্দর থানার ফুলহর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো ফারুক (৪০) বিল্লাল (৪৬) জামান (৪৫) রাজন (২০) আলামিন (৩১) রনী (৩০) ও সুজন (২০)। সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে শহরের খানপুর, নারায়ণগঞ্জ জেনারেল ও মদনপুর আল বারাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে রেলওয়ে সম্পত্তি লিজকৃত মালিক আবুল কালাম মিয়া বাদী হয়ে সন্ত্রাসী রাসেল ও রিয়াদসহ ১০ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার আফসার উদ্দিন ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন গং গত ৭ বছর পূর্বে রেলওয়ে হইতে ফুলহর মৌজায় ১৫ শতাংশ জমি লিজ নিয়ে র্দীঘ দিন ভোগ দখলের পর মাটি ভরাটের কারে উদ্যোগ গ্রহন করে।

পরে সেখানে মাটি ভরাটসহ অন্যান্য কাজ করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যায় হয়। এতে চোখ পরে ফুলহর এলাকার শুক্কুর আলী মিয়ার সন্ত্রাসী ছেলে রাসেল ও একই এলাকার মৃত শাহ জালাল মিয়ার ছেলে রিয়াদ গং এর। রেলওয়ে সম্পত্তি দখল করার জন্য ভুমিদৎসুরা প্রায় সময় লিজকৃত মালিক আবুল কালামকে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করত।

এর ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল শুক্রবার বেলা ১২টায় ল্যাংড়া শুক্কুর মিয়ার ছেলে রাসেল, একই এলাকার মৃত শাহ জালাল মিয়ার ছেলে রিয়াদ, আমির হোসেন মিয়ার ছেলে সোহেল, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে আফজাল কসাই, আজিজুল্লাহ মিয়ার ছেলে ইকবাল, আলাউদ্দিন মিয়ার ছেলে মোকলেছ, মনির হোসেন মিয়ার ২ ছেলে রাজু ও সাজু, নুরু মিয়ার ছেলে বিল্লাল এবং মৃত মোজাফফর মিয়ার ছেলে বাবুল মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী বেআইন জনতাবদ্ধে আবদ্ধ হয়ে রেলওয়ে সম্পত্তি দখলের জন্য লিজকৃত মালিকের চাচাত ভাই ফারুকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজদের দাবিকৃত চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা হামলা চালিয়ে উল্লেখিতদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে ববসার নগদ ৬২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছে। সংঘর্ষের ঘটনায় উক্ত এলাকায় থমথমে ভাব বিরাজ করছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।