আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংঘর্ষের পর বন্দর থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পর তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জেলা পুুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুরে পুলিশের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষে এক গার্মেন্ট কর্মী নিহত হওয়ার ঘটনা পরদিন দুপুরেই বন্দর থানার ওসিকে প্রত্যাহার করে নেয়া হলো। 

মদনপুরে সংঘর্ষের ঘটনায়  বাবুল নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে রোববার সকাল পর্যন্ত পুলিশ বিষয়টি গোপন রাখলেও দুপুরে আশিকুর রহমানের লাশ উদ্ধার দেখিয়ে করে ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করে। 

সংঘর্ষের সময় পুলিশের এসআই মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, কনস্টেল মনোয়ার, মোহনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এ ছাড়াও পুলিশের দুইটি গাড়িও ভাংচুর করা হয়। 

শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্দর থানা পুলিশের একটি দল উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান সমর্থক দিপু ও সুজনকে গ্রেফতার করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।