আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ষ্টুডেন্ট কাউন্সিল ও ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

ষ্টুডেন্ট কাউন্সিল

রূপগঞ্জ ষ্টুডেন্ট কাউন্সিল ও ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

 ষ্টুডেন্ট কাউন্সিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মুল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াার উদ্দ্যেশ্যকে সফল করার লক্ষ্যে সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সকল প্রাথমিক বিদ্যালয়ে এক যোগে ষ্টুডেন্ট কাউন্সিল ও মাধ্যমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আখতার জানান, বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উপজেলার মোট ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন চলে। নির্বাচনে প্রতিটি বিদ্যালয় থেকে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনী থেকে ১১জন প্রার্থীর মধ্যে ৭ জনকে ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেন।
অপরদিকে, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক ভূইয়া জানান, উপজেলা মোট ৩৪ মাধ্যমিক সারা দেশের ন্যায় এক ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টার পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহন চলেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ২৪ জন শিক্ষার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করেন। ভোটারদের ভোটে প্রতি ক্লাশ থেকে ১জন করে মোট ৫ জন এবং সকল ক্লাশ থেকে সব্বোর্চ ভোটে নির্বাচিত ৩ জনসহ মোট ৮জন শিক্ষার্থী এ ষ্টুডেন্ট কেবিনেট নিবার্চনে সদস্য নির্বাচিত হয়।
উল্লেখিত, প্রতিটি বিদ্যালয় থেকে নির্বাচিত ষ্টুডেন্ট কাউন্সিল ও ষ্টুডেন্ট কেবিনেট সদস্যদের আগামী সাত দিনের মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যায়ক্রমে পদের দায়িত্ব ভাগ করে দিবেন। এসকল নির্বাচিত সদস্যরা সার্বিক সহযোগিতা করবেন বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণদের।

স্পন্সরেড আর্টিকেলঃ