আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্লোগানে মুখর আদালতপাড়া

সংবাদচর্চা রিপোর্ট:

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় প্রচারণা শুরু করেছেন আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীরা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোট চাইছেন আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন ও মাহবুব প্যানেলের প্রার্থীরা। অপর দিকে নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে শংকা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের হুমায়েন ও জাকির প্যানেলের প্রার্থীরা।

প্রচার প্রচারণার প্রথম দিন সোমবার দুপুরে দুইপক্ষই নিজেদের দলীয় পাশাপাশি আইনজীবীদের উন্নয়নের স্বার্থ উদ্ধারের দিকে খেয়াল রেখে শ্লোগানে মুখর করেছেন আদালত পাড়া। ২ প্যানেলই নিজস্ব নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণা করেছেন। দোয়া ও ভোট চাইছেন ভোটারদের কাছ থেকে।

এ সময়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। এই দলের মর্মতা অনেক। আইনজীবীদের স্বার্থে বার ভবন নির্মান হয়েছে। ভবিষৎ এ আইনজীবীদের স্বার্থেই আমাদের প্যানেলের প্রার্থীরা কাজ করে যাবে।

প্রচারণার মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়েন কবির বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ঐক্যবদ্ধ থাকলেই নির্বাচনী বৈতারনী পার হতে পারবো।

তিনি নির্বাচন কমিশনার নিকট আহবান জানিয়ে বলেন, আপনারা আইনজীবী অনুরোধ রেখে এই পদ থেকে পদত্যাগ করুন। না হলে আইনজীবীরা ষড়যন্ত্রমুলক নির্বাচণ কমিশনের দাতভাঙ্গা জবাব দিবে।

প্রসঙ্গত, আগামী ২৯ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন।