আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্লোগানের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আওয়াধীন বিভিন্ন কলেজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও বই উপহার দিয়েছে সামাজিক সংগঠন শ্লোগান।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্মচারী ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কৃতী শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রনালয়ের উপসচিব সাইদুর রশিদ বলেন, সিদ্ধিরগঞ্জের আজকের কৃতী শিক্ষার্থীরা আগামীদিনে দেশের সন্মানিত স্থান দখল করে পুরো এলাকায় উন্নয়নে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা আমাদের।

অনুষ্ঠানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিন প্রধানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এমডব্লিউ কলেজের সহকারী অধ্যাপক আখতার জাহান শাম্মী, ডিবেট নারায়ণগঞ্জের সভাপতি আল আমিন, বিপিডিবির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, শ্লোগানের সভাপতি মীর ছিবগাতুল্লাহ ত্বকী, সাধারণ সম্পাদক সোহেল খান সিদ্দিক প্রমুখ।

এসএএইচ/এসএএইচ