আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিক নেতা মিলু স্মরণে পাগলায় শ্রমিক ফ্রন্টের শোকসভা

শ্রমিক নেতা মিলু স্মরণে

শ্রমিক নেতা মিলু স্মরণে

 

নিজস্ব প্রতিবেদক:
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলুর মৃত্যুতে শুক্রবার বিকালে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা আঞ্চলিক শাখার উদ্যোগে সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট পাগলা আঞ্চলিক শাখার সভাপতি কমরেড গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আলোচনা করেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন খোকন, সহ-সভাপতি আফজাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি এম, এ, মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক এস, এম, কাদির, চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর সংগঠক প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন,পাগলা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, শ্যামপুর-পোস্তগোলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসাইন।
সভার শুরুতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তারপর কমরেড জাহেদুল হক মিলুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর কমরেড জাহেদুল হক মিলুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে শ্রেণি সচেতন বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার সংগ্রামে আজীবন নিয়োজিত ছিলেন কমরেড জাহেদুল হক মিলু। কখনো স’ মিল শ্রমিক, কখনো তাত শ্রমিক, চা শ্রমিক, গার্মেন্টস, রি-রোলিং, পাদুকা, পরিবহন, মোটর মেকানিক্স, নির্মাণ, হালকা যানবাহনসহ এমন কোন শ্রমিক আন্দোলন নেই যেখানে কমরেড মিলু ছিলেন না। গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের সংগ্রাম, ন্যায্য মজুরির সংগ্রাম, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সব ক্ষেত্রেই কমরেড মিলু ছিলেন সামনের সারির নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনেই তাঁর সংগ্রামী পদচারণা ছিল। ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ অর্জনের পথে না গিয়ে তিনি মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামকেই জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামের মধ্যেই কমরেড জাহেদুল হক মিলু বেঁচে থাকবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ