আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিক নেতা পলাশের হস্তক্ষেপে, মাতৃকালীন ছুটির টাকা বুঝে পেলেন শ্রমিক মাসুদা

ফতুল্লা প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক  আলহাজ্ব কাউসার আহম্মদ পলাশের সার্বিক দিক নির্দেশনায় ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স এর সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের মধ্যস্থতায় রেডিক্যাল ডিজাইন এর শ্রমিক মাসুদা মাতৃকালীন ছুটির ৩২ হাজার ৭শ’ টাকা বুঝে পেলেন। সূত্রে জানা গেছে, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবস্থিত রেডিক্যাল ডিজাইন নামক একটি কারখানায় সুইং হেল্পার হিসেবে দীর্ঘ দিন যাবত কাজ করে আসছেন মাসুদা। কিন্তু কারখানার এজিএম হেল্পার মাসুদার মাতৃকালীন ছুটির টাকা প্রদান করতে গড়িমসি করে আসছিলেন। নিরূপায় হয়ে অবশেষে গত ৫ অক্টোবর মাসুদা কান্নাজড়িত কন্ঠে বিষয়টি শ্রমিক নেতা রফিকুল ইসলামকে জানান। তিনি আলহাজ্ব কাউসার আহম্মদ পলাশকে অবগত করেন। এরপর পলাশের নির্দেশনায় তিনি মালিক পক্ষের সাথে দেন-দরবার করে মাসুদার  মাতৃকালীন ছুটির ভাতা পাওনা আদায় করতে সক্ষম হন।

রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে এজিএম অহেতুক মাসুদাকে হয়রানী করার কারনে মালিক পক্ষ তাকে চাকরীচ্যুত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন-রেডিক্যাল ডিজাইন এর এম ডি রতন কুমার সাহা, কলকারখানা উপ-মহা পরিদর্শক অফিসার রোমান হোসেন ও ডাঃ আরিফ।

স্পন্সরেড আর্টিকেলঃ