আজ মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক কমিটির সহায়তা পেল মৃত ব্যক্তির পরিবার

সংবাদচর্চা রিপোর্ট: যমুনা পরিবহন (গাড়ির) মালিক সমিতি ও তারাব আঞ্চলিক শ্রমিক কমিটির (রেজি নং বি-৪৯৪) নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় মৃত এক ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। শনিবার ( ৩১ অক্টোবর) তারাব আঞ্চলিক শ্রমিক কমিটির (রেজি নং বি-৪৯৪) অফিসে মৃতব্যক্তির স্ত্রী ও সন্তানদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। এসময় তারাব সড়ক পরিবহন আঞ্চলিক শ্রমিক কমিটির (রেজি নং বি-৪৯৪) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , জজ মিয়া, কামরুল হাসান, বাদল, রাসেল, মাসুম, রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।