আজ সোমবার, ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিকরা আমার হৃদয়ের স্পন্দন, রূপগঞ্জের মাটিতে কোন শোষণকারীর স্থান হবে না: এমপি গাজী

শ্রমিকরা আমার হৃদয়ের

শ্রমিকরা আমার হৃদয়ের

নবকুমার

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, শ্রমিকরা আমার হৃদয়ের স্পন্দন। শ্রমিকদের কল্যাণে আমাদের দেশ দ্রুত উন্নত লাভ করছে।  রূপগঞ্জের মাটিতে কোন শ্রমিক শোষন কারীর স্থান হবে না।

আজ  শুক্রবার ১৯ অক্টোবর বিকেলে তারাবতে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকরা আমার হৃদয়ের

বিএনপি জামায়াতের দুশাসনের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালে আদমজী জুট মিলসহ দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিলো। শ্রমিকদের গুলি করে হত্যা করেছে। সারা দেশে মন্দার পরিমাণ বৃদ্ধি পেয়েছিলো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শ্রমিকদের বেতন তিনগুন বৃদ্ধি করে দিয়েছে। পাটকল গুলো পুন জাগরণ লাভ করছে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। দেশে এখন আর কোন মন্দা নেই। শ্রমিক অসন্তোস নেই।

গোলাম দস্তগীর গাজী শ্রমিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় আপনাদের কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে শ্রমিকরা যেন বেতন বৈষম্যের শিকার না হয় ।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখত সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম দস্তগীর গাজী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কাউছার আহমেদ পলাশ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা ,সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নারী নেত্রী শীলা রানী পাল, কাঞ্চন-মুড়াপাড়া অাঞ্চলিক শাখার শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেলায়েত হোসেন,সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ,আজমত আলী, তারাব আঞ্চলিক শাখার শ্রমিক লীগের সভাপতি আলী হোসেন মোল্লা ,সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন খাঁন শাহীন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, তারাব শ্রমিক সড়ক পরিবহন  লীগের সভাপতি মোজ্জাম্মেল হক,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, তারাব পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক কাউন্সিলর মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, যুগ্মসাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা।