গুঞ্জনটা আগেই ছিল। শেষমেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হককে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।