আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা শিক্ষা বৈষম্য দূর করছে : মন্ত্রী গাজী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষা বৈষম্য দূর করছে। সারা দেশে বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে। আগামী বছর বইয়ের সাথে শিক্ষার্থীরা স্কুল ড্রেসের জন্য ২ হাজার করে টাকা পাবেন। যা অতীতে কোন সরকার  দেয় নাই। তিনি শিক্ষিত বলে শিক্ষা খাতে এত উন্নয়ন হচ্ছে। সারা দেশে বহুমুখী শিক্ষার বিপ্লব ঘটছে।

শনিবার (৫ অক্টোবর) রূপসীতে রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতি আয়োজিত  ২০১৮  সালের বৃত্তি  প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, আগামী ২ বছরের মধ্যে রূপগঞ্জের সকল রাস্তা ভালো হয়ে যাবে । কোন রাস্তা খারাপ থাকবে না। রূপসী থেকে কাঞ্চন পর্যন্ত ১২৫ কোটি টাকার রাস্তার কাজ হবে। ভালো কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়।

তিনি বলেন, একশ কোটি টাকা ব্যয়ে গন্ধর্বপুর পানির পাম্প  স্থাপন করা হচ্ছে । সেখান থেকে রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। হাছিনা গাজীর নেতৃত্বে তারাব পৌরসভায় নাগরিক সুবিধা গুলো নিশ্চিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক মো : আব্দুর রহিম ,মো: আল আমিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।

এছাড়া জানা গেছে  , ২০১৮ সালের বৃত্তি প্রাক সমাপনী পরীক্ষায় ১৫৩টি স্কুলের প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ২৬৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮৩ জন উর্ত্তীণ হয়।উর্ত্তীণদের প্রত্যেককে  নগদ ৭০০ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়েছে ।

 

 

 

 

সর্বশেষ সংবাদ