আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা কে সৌদি আরব ও কাতারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দুটি দেশের নেতারা।

মঙ্গলবার (১ জানুয়ারি) সৌদি আরবের বাদশা ও ক্রাউন প্রিন্স টেলিফোনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা উন্নত বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধে শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান কাতারের আমির। তিনি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দুই দেশের পরস্পরের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন কাতারের আমির।

স্পন্সরেড আর্টিকেলঃ