নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ধর্মান্ধ একটি মৌলবাদী চক্র নারীদেরকে চার দেয়ালের মাঝে বন্দী রাখতে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলার নারী সমাজ মুক্তি পেয়েছে। নারী শিক্ষার বিপ্লব ঘটেছে। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি পেছে। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে গেছে।
রবিবার রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেখানে টিনের ঘর ছিলো সেখানে বিল্ডিং হয়েছে। যেখান স্কুল -কলেজ ছিলো না সেখানে স্কুল -কলেজ হয়েছে।
শিক্ষকদের উদ্দেশে গোলাম দস্তগীর গাজী বলেন, আপনারা নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাবেন। মনে রাখবেন যে জাতি তার রাষ্ট্রের ইতিহাস জানে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না।
ছাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শ কে বুকে ধারণ করে এগিয়ে যাবে । তোমাদের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ।
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ রইশুল আলম ময়নার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য দিলারা আলম, প্রধান শিক্ষক মো.সাহাব উদ্দিন মোল্লা, সহকারি প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেনসহ প্রমুখ।