আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার জন্য বিশেষ রাখি পাঠাল ভারত

অনলাইন ডেস্ক:

রাখি বন্ধন সামনে রেখে মৈত্রীর বার্তা ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে পাঠানো হল কচুরিপানা দিয়ে তৈরি রাখি। সেইসঙ্গে পাঠানো হল সুস্বাদু মিষ্টিও।

সামনেই রাখি বন্ধন উৎসব, ভ্রাতৃত্বের উৎসব। আর এই রাখি বন্ধন উৎসবকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার উদ্যোগে রাখি ও মিষ্টি পাঠানো হল বাংলাদেশে, যা পৌঁছে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
বুধবার ভারত-বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যশোরের সংসদ সদস্য শেখ আফিলুদ্দিনের হাতে রাখি এবং মিষ্টি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

তিনি বলেন, চমৎকার একটা উপহার আমাদের দেওয়া হল। আমি শেখ হাসিনার পক্ষ থেকে এই পুরস্কার সাদরে গ্রহণ করলাম। আসলে আমাদের যে বন্ধন, রাখি দিয়েই তা শেষ হয় না। দুই দেশের বন্ধন রাখির থেকে আরও বেশি শক্তিশালী।
বৃহস্পতিবার রাখিপূর্ণিমা। রাখি উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও।

স্পন্সরেড আর্টিকেলঃ