নবকুমার:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো এখন দেশ ও জাতির নেতৃত্ব দিত, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথ আরও সুগম হতো।
তিনি বলেন, শিশু রাসেলকে যারা হত্যা করেছে, ১৫ আগস্টের হত্যাকান্ডে যারা জড়িত ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই হত্যাকান্ড ক্ষমার অযোগ্য।’ আজ অনেক মানবাধিকারের কথা বলা হয়। সেদিন মানবাধিকার কোথায় ছিল? ‘বঙ্গবন্ধুর রক্ত চিরতরে মুছে ফেলতেই শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। শিশু রাসেল হত্যার খুনিদের দ্রুত রায় কার্যকর করতে হবে।
মঙ্গলবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়ায় শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া , র্যালী ও আলোচনা সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, নবী হোসেন, ইউপি সদস্য রেহেনা আক্তার, লাভলী আক্তার উপস্থিত ছিলেন। পরে র্যালী নিয়ে তারা উপজেলা কমপ্লেক্স এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।