আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে প্রাণ আর এফ এল গ্রুপের অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নরসিংদী জেলার পলাশ থানাধীন শীতলক্ষ্যা নদীর বুধবার ২৩ জানুয়ারী বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ও নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ গুলজার আলী এর তত্ত্বাবধানে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোঃ শহীদ উল্লাহ, সহকারী পরিচালক মোঃ এহতেশামুল পারভেজ, সহকারী পরিচালক মোঃ শাহ-আলম, বিআইডব্লিউটিএ’র মেডিকেল অফিসার ডা: জাকিরুল হাসান ফারুক, সুপারভাইজার মোঃ জিল্লুর রহমান, কারিগরি সহকারী মোঃ ইয়াসিন দেওয়ান, নুরনবী মিন্টুসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোঃ গুলজার আলী জানান, নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন নরসিংদী জেলার পলাশ থানাধীন শীতলক্ষ্যা নদীর তীরে কয়েক হাজার বর্গফুট জায়গা দখল করেছিল প্রাণ আরএফএল গ্রুপের চরখা টেক্সটাইল মিল। যার মধ্যে একটি পাকা স্থাপনাই ছিল দেড় হাজার বর্গফুট। যা দৈর্ঘ্যে ছিল ২০০ ফুট ও প্রস্থে ছিল ৭০ ফুট।

এছাড়া আরো কিছু টিনশেড ঘর গড়ে তুলেছিল। দু’দিন ব্যপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বুধবার ২৩ জানুয়ারী বিকেল পর্যন্ত ওই সকল অবৈধ পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, শীতলক্ষ্যার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।