নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, ন¤্রতা, ভদ্রতা ও শিষ্টাচার যার মধ্যে বেশী সে তত উপরে উঠতে পারবে। যার মধ্যে নেই তার পতন দ্রুত হয়। আপনার আমার সন্তান কখন মাদকাসক্ত হয়ে পড়বে তা বলতে পারবেন না। তারা যেন মাদকাসক্ত হয়ে না পড়ে সে দিকে সজাগ থাকতে হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৩ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের সমস্যা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, জমির নামজারী না হওয়া পর্যন্ত এই ভবনে কার্যক্রম চলবে। ট্রেড লাইসেন্স নবায়ন ও ইস্যূ ৫ দিনের মধ্যে প্রদান করতে হবে। মহিলা মেম্বারদের প্রতি সমান দৃষ্টি দিয়ে উন্নয়নমুলক কাজ দেবার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন।
ইউপি মেম্বারদের মিটিং এ নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দিয়ে রাব্বী মিয়া বলেন, পরিষদ আপনাদের মিটিং এ না থাকলে সমস্যা থেকে থাকবে। এলাকার মেধাবী শিক্ষার্থীদের সম্মান দিতে হবে তবেই তারা প্রতিষ্ঠিত হয়ে এলাকার উন্নয়নে মনোযোগ দিবে।
গোগনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী,সহকারী ভুমি কমিশনার (সদর) প্রত্যয় হাসান,সহকারী কমিশনার উজ্জল হোসাইন, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
অন্যান্যেও মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান- ০১ নুর হোসেন সওদাগর, প্যানেল চেয়ারম্যান-০২ সৈকত হোসেন বেপারী, প্যানেল চেয়ারম্যান-০৩ লিপি বেগম, ইউপি মেম্বার রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন কাবিল, মোতালিব মেম্বার, মোক্তার হোসেন সুকুম, মহিলা মেম্বার তাহমিনা বেবী, নাজমা বেগম, ইউপি সচিব মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন, সদস্য মোশারফ হোসেন, সোহেল ফকির, লুৎফর রহমান, সালাউদ্দিন, জামিনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভার আগে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, পরিবার পরিকল্পনা কেন্দ্র পরিদর্শন করেন ও স্কুলের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
ম্যানেজিং কমিটির সভাপতি জসিমউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক বিস্তারিত তুলে ধরেন। ভুমি অফিস অন্যত্র স্থানান্তর ও ইউপির জন্য কমপ্লেক্স নির্মানের জন্যও অনুরোধ করেন। এ সময় তিনি ইউপির বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষন করেন।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব নওশেদ আলী বলেন, গোগনগর ইউনিয়ন সবচেয়ে গরীব এলাকা। বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বরাদ্ধ আরো বেশী দিলে আরো উন্নয়ন করতে পারবো।