নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের দূর্ঘম চরাঞ্চল কুড়ের পাড় এলাকায় মজা খাবারের প্রলোভন দিয়ে ৪ বছরের এক শিশুকে ধষর্ণের অভিযোগে মামলা হয়েছে। বাদীর অভিযোগ, এলাকার মাতব্বরা মামলা তুলে নিতে বাদিকে হুমকি ধামকি দিচ্ছে।
ধর্ষণের শিকার শিশুটির নানী একই এলাকার আল আমিন (২০) নামে এক যুবককের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ জুন) দুপুরে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করার সময় অভিযুক্ত আল আমিন মজা কিনে দেয়ার কথা বলে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে আল আমিন পালিয়ে যায়। পরে এলাকাবাসি শিশুটিকে উদ্ধার করে নারায়নগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শিশুটির প্রাথমিক চিকিসা শেষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার রাতে মামলা দায়ের করা হয় ।
মামলার বাদি জানান, এলাকার মাতব্বরা আমার নাতনী কেমন আছে, তার কোন খবর না নিয়ে উল্টো মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে আসছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শিশু ধর্ষনের ঘটনায় একটি মামলা হয়েয়ে। আসামী ধরার চেষ্টা চলছে।