নিজস্ব প্রতিবেদক:
র্যাবের অভিযানে ফতুল্লায় শিশু অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতের নাম আছিয়া আক্তার (২৫)। তার হেফাজত থেকে র্যাব ৫ বছরের শিশু অপহৃত কবিতা আক্তারকে উদ্ধার করে। বুধবার (১৩ জুন) রাতে ফতুল্লার শিবু মাকের্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের ধোবাউড়া থানার আঠাম মোড়লবাড়ী এলাকার মৃত আফছার আলী মেয়ে ও হাবিবুর রহমানের স্ত্রী। বর্তমানে সে স্বামীর সঙ্গে ফতুল্লার মধ্যসস্তাপুর জুলহাস মিয়ার বাড়ীতে ভাড়ায় বসবাস করছে।
র্যাব জানায় গত ১২ জুন বিকালে শিশু কবিতা আক্তার (৫) কে ফতুল্লার মধ্যসস্তাপুরস্থ ভাড়াটিয়া বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আটক রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবা-মার কাছে ৬০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। এবং বিকাশের মাধ্যমে ৫ টাকা মুক্তিপণ বাবদ হাতিয়ে নেয়।
এরসূত্র ধরে র্যাব-১১ সিপিএসসি, নারায়নগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে অপহরণকারী আছিয়া আক্তারকে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার ও অপহৃতা শিশু কবিতা আক্তারকে উদ্ধার করে।
এঘটনায় শিশু কবিতার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।