বিনোদন ডেস্ক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী আর নেই। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টায় টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। এদিকে, মুক্তিযুদ্ধের শব্দসৈনিক শিল্পী রঙ্গলাল দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টরন্টোর বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। দুর্গা পূজায় বিভিন্ন মন্দিরে সমবেত মানুষগুলোও শোকাভিভূত হয়ে পড়েন। টরন্টোর শিল্পী, সাংস্কৃতিক কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান। রঙ্গলাল দেব চৌধুরী ১৯৩৬ সালের ৭ই জুলাই মৌলভীজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।
দেশাত্মবোধক এবং জনউদ্দীপনামূলক গান গেয়ে তিনি মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকামী জনগণকে উদ্বুদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন। শিল্পী রঙ্গলাল খ্যাতিমান সুরকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম ঢাকা ও চট্টগ্রামে বেতারে সংগীত লাইব্রেরি প্রথা তার হাত দিয়েই শুরু হয়।