আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমরাইলে চাঁদাবাজি মামলায় মহাজোটের ৪ নেতা গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পরিবহণ সেক্টরে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের চার নেতাকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‌্যাব ১১। আটকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি চাঁদাবাজির মামলা রয়েছে ।

গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, জাসদের (ইনু) সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি এসএম মাসুদ রানা, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইলিয়াস মোল্লা ও জহিরুল হক।

এ বিষয়ে র‌্যাব-১১’র সহকারী পরিচালক,অতি: পুলিশ সুপার আলেপ উদ্দিন, জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের শিমরাইল মোড় এলাকায় বিভিন্ন গনপরিবহনে চাঁদাবাজি করে আসছিলো। বিশেষ করে ইজিবাইকে তারা মূলচাদাবাজিটা করতো। প্রতি দিন হাজারের উপরে ইজিবাইক থেকে তারা চাঁদা আদায় করতো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছেন।