আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিমরাইলে একশ কোটি টাকার পণ্য জব্দ আটক ৮

সংবাদচর্চা রিপোর্ট: সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নকল প্রসাধনী ও ইলেকট্রনিক পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাত ১১টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও নকল স্টিকার লাগানো ইলেকট্রনিক পণ্য জব্দ করেছে পুলিশ।
নারায়ণঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করেছে। মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড ও ম্যাক্স ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ নামে দুই প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেন পলাতক থাকলেও স্টাফসহ আটজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- অহিদুল ইসলাম (৩৫), সিরাজুম ইসরাম (১৮), সোহাগ (২৪), আমিনুল ইসলাম (৩২), রাজীব (১৮), মাইনুল ইসলাম (৩২), মেহেদী হাসান (১৮) ও একাউন্ট অফিসার সাইফুল ইসলাম (৩৫)।

পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, ‘মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড ও ম্যাক্স ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ নামে দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নকল প্রসাধনী ও ইলেকট্রনিক পণ্য তৈরি করে আসছিল। ধানমন্ডির বাসিন্দা বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি সিদ্ধিরগঞ্জের একটি জায়গায় নকল প্রসাধনী তৈরি করেন এবং বাজারজাত করেন। আমরা খবর পাওয়ার পর রাত ১১টায় অভিযান চালাই। জাপান, ইন্ডিয়া, চায়না, লন্ডন, আমেরিকা, ফ্রান্সহসহ বিভিন্ন দেশের নামে ময়লা পানি, রং ও সেন্ট দিয়ে এসব বানাচ্ছিল তারা। কুবরা, ফগ, রয়েল, এয়ার ফ্রেশনারের মতো বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব তারা বাজারজাত করতো।

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, মানুষকে যে প্রতারিত করছে সে আইনে আমরা মামলা নেবো। মূল হোতাকেও আইনের আওতায় আনা হবে। জব্দ করা পণ্য সামগ্রীর মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা বলেও জানান পুলিশ সুপার।

তিনি আরো বলেন, এখান থেকে আমরা আরেকটি গোডাউনে গিয়ে দেখলাম সেখানে তারা ৬৫ ইঞ্চি ও ৭০ ইঞ্চি টিভিও বানাচ্ছেন। বিশ্বের বড় বড় দামি ব্র্যান্ড সনি, স্যামসং, এলজি, প্যানাসনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে তারা মাইক্রোওয়েব ওভেন, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরী করছে। এখানে পারফিউম ছিল ৫ থেকে ৭ কোটি টাকার, এগুলো তৈরী করে তারা বিভিন্ন গোডাউনে মজুদ করছিলেন। আমরা অভিযানে হাজার হাজার তৈরী টিভি তাদের গোডাউনে পেয়েছি, তারা এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে।

সর্বশেষ সংবাদ