নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট থেকে ৭১৯ ক্যান বিয়ারসহ মোক্তার হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ৷
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন নগরীর তামাক পট্টি এলাকার মৃত. নান্নু মিয়ার ছেলে৷
জানা গেছে ঢাকা মেট্রো-গ: ১২-৯৮৫৮ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশি করে মাদক ব্যবসায়ীর সাথে থাকা কার্টুনে ৭১৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয় ৷
এ ব্যাপারে ডিবির এসআই ওসমান গনি জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।