আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্র-ছাত্রীদের কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে-গিয়াস উদ্দিন

শিক্ষিত করতে হবে

শিক্ষিত করতে হবে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ইহকাল ও পরকালের কল্যাণের জন্য ছাত্র-ছাত্রীদের কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গিয়াসউদ্দিন আরো বলেন, যারা বিভিন্ন সেবা মূলক প্রতিষ্ঠান ও সেবার মন নিয়ে কাজ করেন এ প্রতিষ্ঠান তাদের সাথে সমন্বয় করে সমাজের কাজ করে যাচ্ছে ও যাবে। ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাদের আমল যদি সঠিক হয়, আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে চলি তবে আল্লাহতায়ালা আমাদের জন্নাতে ফেরদৌস নসিব করবেন। তিনি বলেন, রমজান উপলক্ষ্যে আমরা আল্লাহতায়ালার কাছে ক্ষমা চাইবো, আমরা আল্লাহতায়ালার কাছে জান্নাতে ফেরদৌস কামনা করবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপধ্যক্ষ মীর মুসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ কলেজের প্রভাষক-ও গভনিংবডির সদস্যরা।