সংবাদচচা রিপোর্ট:
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে কোন শিক্ষা বৈষম্য থাকে না ধনী-গরীব সব পরিবারের সন্তানরা শিক্ষা অর্জন করতে পারে টাকার অভাবে কোন পরিবারের ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ হয় না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
শনিবার রূপগঞ্জ উপজেলার ৮৪ নং মুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্ত হতে দূরে রাখে।
গোলাম দস্তগীর গাজী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,বর্তমান সরকারের আমলে সারা দেশে শিক্ষা বৈষম্য দূর করা হয়েছে।বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে। উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের বিবেক আপনাদের উপর নির্ভর করে একটি জাতির ভবিষৎ ।সরকার আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিবেন। বিএনপি জামায়াতের পাতা ফাদে পা দিবেন না ।
তিনি আরো বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম মাঞ্জু, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম।
মুশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিউল আলম সেলিমের সভাপতিত্বে
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বাচল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোঃ লিটন প্রধান, সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র সরকার।