আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে যারা অসামাজিক কাজ করবে তাদের ঠেং ভেঙে দেয়া হবে : হাছিনা গাজী

নবকুমার:

বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশে বলেছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে অসামাজিক কাজ করবে তাদের ঠেং ভেঙে দেয়া হবে। আমি শুনে ছি রূপসী নিউ মডেল হাই স্কুলের ভিতরে জুয়া এবং মদ খায় । যারা এ কাজ করেন আমি তাদের উদ্দেশে বলছি ভাই ভালো হয়ে যান । যে দিন ধরব সে দিন রক্ষা পাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে কোন সন্ত্রাসীর স্থান হবে না।

বুধবার (৩০ জানুয়ারি) রূপসী নিউ মডেল স্কুলের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, দেশপ্রেমিক এবং সু নাগরিক ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা শিক্ষা খাতে ব্যয় করছে । সে ব্যয় আমাদের কাজে লাগাতে হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের দক্ষ মানব সম্পাদ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা রোল নং রেজিষ্টেশন নং কোন ক্রমেই ভুল করবে না। পরীক্ষার কেন্দ্র ১ ঘন্টা আগে পৌছাবে। যে টা বুঝবে না সেটা শিক্ষকের কাছে জেনে নেবে।

এসময় উপস্থিত ছিলেন, রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজুর রহমান, গভর্নিংবডির সদস্য এ এম মফিদুল ইসলাম, কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, সহ প্রধান শিক্ষক মো হারুন অর রশিদ, গভর্নিংবডির উপদেষ্টা মো ইকবাল হোসেন, একরামুল হক, ফজর আলী, আফরোজা বেগম, খোরশেদ আলম,শামীম মিয়া, কার্তিক চন্দ্র মন্ডল, আব্দুল কাদির রাজীব, আল- আমিন মিয়া, আল- আমিন মোল্লা,গোলাম মোস্তফা, প্রদীপ বিশ্বাস, কাজী মহিউদ্দিন স্কুলের প্রধান শিক্ষক মো এনামুল কবির।