আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে জামাত শিবির ও বামপন্থি দলও যুক্ত- শামীম ওসমান

ফতুল্লার নয়, শহরের চাঁদাবাজি

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে

 

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে জামাত শিবির, স্বাধীনতা বিরোধী শক্তি এবং কিছু বামপন্থি দলও যুক্ত হয়েছে। এদের স্বার্থ কি? মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সরকার শিক্ষার্থীদের ৯ দফা দাবী মেনে নেয়ার পরও একটি বিশেষ শক্তি তাদের বুকের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার পথ তৈরী করতে দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করেছে।
শনিবার (৪ আগস্ট) বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনকে দেয়া এক বিশেষ স্বাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, দাবী মেনে নেয়ার পর প্রথম যেসব ছাত্ররা মুভমেন্ট করেছিল তারা সরে গেছে। কিন্তু এখন যারা মাঠে নেমেছে তাদের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।
শামীম ওসমান উদ্বেগ প্রকাশ করে বলেন, শুক্রবার মোহাম্মদপুরে শুধু একটি টেইলার্স থেকেই আড়াই হাজার শিক্ষার্থীর ইউনিফর্ম ডেলিভারী নেয়া হয়েছে। এরা কারা করছে? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে আমার নির্বাচনী এলাকায় একটি টেইলার্স থেকে আড়াইশ’ নতুন ইউনিফর্ম বানিয়ে রাতে নিয়ে যাওয়া হয়েছে এবং এদেরকে মাঠে নামানো হচ্ছে। এদের সাথে জামাত শিবির, স্বাধীনতা বিরোধী শক্তি এবং কিছু বামপন্থি দলও যুক্ত হয়েছে। এদের স্বার্থ কি?
শামীম ওসমান বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের গিনিপিক হিসেবে ব্যবহার কিনা সে ব্যাপারে আমার সন্দিহান লাগছে। এই ইউনিফর্ম বানানোর পেছনে নির্দিষ্ট কোন কারণ আছে। ছাত্রদের মনোবল ভেঙ্গে দেয়া তাদের উদ্দেশ্য হতে পারে। ট্রাকে করে বিভিন্ন পয়েন্টে অপিরিচিত চেহারার বহিরাগতদের মাঠে নামানো হচ্ছে। আমি নিজেও তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। আমার কাছে মনে হয়নি তারা ছাত্র। শামীম ওসমান এই পরিস্থিতির প্রতি গুরুত্ব আরোপ করে অভিভাবকদের পাশিাপাশি সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার আহবান জানান। পাশাপাশি রাস্তায় গাড়ির লাইসেন্স পরীক্ষার সময় সেই ছাত্রটির পরিচয়পত্র দেখে আসলেই সে ছাত্র কিনা তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেন।
শামীম ওসমান সংশয় প্রকাশ করে বলেন, মনে হচ্ছে আমাদের এই উন্নয়নশীল দেশকে পিছনে দিকে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি কাজ করছে। আমি আশা করি তারা সফল হবে না। তবে পপ্রব্লেমটা হচ্ছে, দেশটাকে শেষ করা হবে। তিনি এই অপরাজনীতিকে নোংরা রাজনীতি হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমি এটাকে বলব দিস ইজ পার্ট অব দ্য ডার্টি পলিটিক্স।