সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষাকে মানুষের দৌড়গোড়ায় পৌছিয়ে দিয়েছে ।
তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রক্ষমতায় গেছে দেশের শিক্ষাখাতকে ধ্বংস করে দেয়। হওয়া ভবণ খুলে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে।
শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার গণবাংলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
গোলাম দস্তগীর গাজী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বকালের সেরা উন্নয়ন হয়েছে। শিক্ষা,চিকিৎসা,কৃষিখাত সহ সকল খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।পদ্মা সেতুদৃশ্যমান হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার বিনামূল্যে বই বিতরণ করছে। ছেলে মেয়ে ঝড়ে পড়া রোধ হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জে শিক্ষার আলো পৌছিয়ে দিয়েছে। শিক্ষা বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনগণের সামনে উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ের লক্ষে কাজ করতে হবে।
গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ তায়েবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী অালম নীলা, উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, উপজেলা অাওয়ামী লীগের যুগ্মসম্পাদক কৃষ্ণ দয়াল দাস, ভোলাবো ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি অাবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান অাশকারী,আওয়ামীল নেতা রেজাউল করিম মান্জু, মুড়াপাড়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ভোলাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া, উপজেলা অাওয়ামী মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী অাক্তার, সাধারন সম্পাদক সেলিনা অাক্তার রিতা, যুবলীগ নেতা অাজিম হোসেন খন্দকার ও অাব্দুর রহমান, ভোলাবো ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ছালমা অাক্তার ও সাধারন সম্পাদক সুলতানা অাক্তার, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ।
এছাড়া ভোলাব ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লার নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী নারায়ণগঞ্জ-১ অাসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অাওয়ামীলীগে যোগ দান করেন।