আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম। উপস্থিত ছিলেন লোকমান হোসেন, সৈয়দা হালিমা পারভীন, হাফিজা, সোহাগ, আলী আকবর সিকদার, জাকালিয়া হোসেনসহ উপজেলার ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় ৪৪টি স্কুলের প্রধান শিক্ষক শূন্য পদে সহকারি শিক্ষকদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।