নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রূপগঞ্জের শিক্ষক সমাজ আমার বিপদের বন্ধু । গত নির্বাচনে মনোনয়নের জন্য অনেকেই আমার বিরোধী করেছে। তখন শিক্ষক সমাজ আমার পক্ষে ছিলো। তিনি বলেন, এত বিরোধ ছিলো যা আমি কোন দিন ভাবতেই পারি নাই।
বৃহষ্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত মন্ত্রী কে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, যারা আমার পাশে ছিলো যারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে তাদের প্রত্যেকটা দাবি পূরণ করা হবে।
তিনি রূপগঞ্জ বাসীর উদ্দেশে বলেন, আমি আপনাদের গাজী ভাই আমি কখনো নিজে মন্ত্রী মনে করি না। আপনাদের পাশে আছি এবং থাকব। প্রত্যেকের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
মন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধুর কন্যা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তনের নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের কে আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবেন। সরকার আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। স্কুল কলেজের নতুন নতুন ভবন দিয়েছে। সুতরাং কোন ক্লাস রুমের সমস্যা থাকবে না।
তিনি বলেন, নীতি এবং আদর্শ ছাড়া রাজনীতি চলে না। যে নীতি নিয়ে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি। সেই নীতিতে সারা জীবন অবিচল থাকব। রূপগঞ্জের সন্তান ছাড়া বাহিরের কোন শিক্ষক রূপগঞ্জে যোগদান করতে দেই নাই।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মমতাজ বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার জায়েদা আক্তার ,জাকির হোসেন, অহিন্দ্র কুমার মন্ডল প্রমুখ।